নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ২ টিতেই নৌকা প্রতীকের প্রার্থী হেরেছে। দুইটি ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১নং চর জব্বর ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) প্রার্থী উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি এডভোকেট ওমর ফারুক এবং ৫নং চর জুবিলী ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) প্রার্থী উপজেলা যুবলীগের বহিষ্কৃত যুগ্ম-আহ্বায়ক মো. সাইফুল্লাহ খসরু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৫ জন, সাধারণ সদস্য পদে ৫৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। দুই ইউনিয়নের ২৭ টি কেন্দ্রে মোট ভোটার ৭১ হাজার ৬১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৮ হাজার ১১১ জন এবং মহিলা ভোটার ৩৩ হাজার ৫০৮ জন।
এদিকে, জেলার হাতিয়া উপজেলার সুখচর ও নলচিরা ইউনিয়নে আগেই সকল পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
সূত্র: আরটিভি