রাজবাড়ী কালুখালীতে রেললাইনে টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কালিকাপুর রেলসেতুতে খুলনা থেকে ছেড়ে আসা নকশিকাঁথা মেইল ট্রেনে কাটা পড়েন তিনি।
নিহতের নাম আলহাজ হোসেন। তার বাড়ি পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পুঁইজোর গ্রামে। নিহত আলহাজ নবম শ্রেণির ছাত্র। তার বাবার নাম রেজাউল মন্ডল।
স্থানীয়রা জানায়, আলহাজ হোসেন করোনা টিকা নেওয়ার জন্য পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। টিকা নেবার পরে বন্ধুরা মিলে টিকটক করার জন্য কালুখালী কালিকাপুর রেল সেতুর উপরে যান। এ সময় খুলনা থেকে গোয়ালন্দ ঘাটগামী ট্রেনে কেটে মৃত্যু হয় আলহাজের।
রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মাসুদ আলম বলেন, আমরা লোক পাঠিয়েছি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সূত্র: দেশ রূপান্তর