আখাউড়ায় খাল আবর্জনা মুক্তের দাবিতে মানববন্ধন

ফানাম নিউজ
  ০৯ মার্চ ২০২২, ১৯:৩০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া প্রকৃতি ও পরিবেশ ক্লাবের আয়োজনে বুধবার সকালে পৌরশহরের সড়ক বাজারস্থ অ্যাড. সিরাজুল হক পৌর মুক্তমঞ্চের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ী, প্রকৃতি ও পরিবেশ ক্লাবের সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের বুক চিড়ে বয়ে যাওয়া কালন্দি খালের ময়লা আবর্জনা মুক্ত করে পানির গতিপ্রবাহ স্বাভাবিক করার দাবিতে মানববন্ধন হয়েছে।

এ সময় মানববন্ধনকারীরা ‘প্রকৃতি আমাদের শেখায়, প্রকৃতি আমাদের বাঁচায়, কালন্দি খাল দূষণ মুক্ত করে সংস্কার করুন’ ইত্যাদি বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার প্রদর্শন করে প্রতিবাদ জানায়। 

উপজেলা প্রবাসী আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদ খলিফার সভাপতিত্বে, প্রকৃতি ও পরিবেশ ক্লাবের আহ্বায়ক রুবেল আহমেদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সদস্য দিপক ঘোষ, প্রেসক্লাবের সভাপতি দুলাল ঘোষ, ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু প্রমুখ।

বক্তারা বলেন, কালন্দি খাল আখাউড়ার শ্বাসনালি। কিন্তু বর্তমানে ময়লা আবর্জনায় ভরাট হয়ে যাচ্ছে। স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হয়ে দুর্গন্ধে পরিবেশ দূষিত করছে। খালের ময়লা আবর্জনা মুক্ত করে পানি প্রবাহ স্বাভাবিক করার দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, কালন্দি খালটি আখাউড়া-আগরতলা সড়কের পাশ দিয়ে প্রবাহিত হয়ে পৌরশহরের সড়ক বাজারের ওপর দিয়ে পশ্চিমে তিতাস নদীতে গিয়ে মিলিত হয়েছে। শত বছর আগে ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলের পানি নিষ্কাশন ও সেচ কাজের সুবিধার জন্য খালটি খনন করা হয় বলে জনশ্রুতি আছে। 

এক সময় শুষ্ক মৌসুম বাদে বছরের বাকি সময়ে এ খাল দিয়ে নৌকা চলাচল করত। নৌকা দিয়ে বাজারে মালামাল নিয়ে যেতেন ব্যবসায়ীরা। খালের পানি এখানকার কৃষিজমির সেচের কাজে ব্যবহৃত হতো। দখল দূষণে খালটি এখন মৃতপ্রায়।

সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়