বাড়িতে পৌঁছেছে হাদিসুর রহমানের মরদেহ

ফানাম নিউজ
  ১৫ মার্চ ২০২২, ০১:৪৮

আট মাস পর বাড়িতে ফিরেছেন হাদিসুর রহমান, তবে নিথর মরদেহ হয়ে। বরগুনায় নিজ বাড়িতে সোমবার (১৪ মার্চ) রাতে পৌঁছেছে হাদিসুরের মরদেহ। এ সময় হাদিসুরের বাড়িতে পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনদের মধ্যে কান্নার রোল ছড়িয়ে পড়ে।

এর আগে, সোমবার দুপুর ১২টার দিকে ইউক্রেনে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে হামলায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহবাহী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এরপর দুপুর ১টার দিকে বিমানবন্দর থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি রওনা দেয়।

মঙ্গলবার সকালে হাদিসুর রহমানের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে।

উল্লেখ্য, রোববার (১৩ মার্চ) হাদিসুরের মরদেহ আসার কথা থাকলেও তুরস্কের বিমানবন্দরে ভারী তুষারপাতের কারণে বাতিল হয়ে যায় গতকালের নির্ধারিত কার্গো ফ্লাইট।

প্রসঙ্গত, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হলে ২৯ জন ক্রু নিয়ে ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকা পড়ে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজটি। গত ২ মার্চ বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে এই জাহাজটির ওপর রকেট হামলা করা হয়। মারা যান হাদিসুর রহমান। আর জাহাজে থাকা বাকি নাবিকেরা অক্ষত থাকেন। এরপর ৫ মার্চ ইউক্রেন থেকে মলদোভা হয়ে ৬ মার্চ রোমানিয়া পৌঁছায় হাদিসুরের মরদেহ। গত বুধবার (৯ মার্চ) জাহাজের ২৮ নাবিক টার্কিশ এয়ারের একটি ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে ঢাকায় ফেরেন।

সূত্র: যমুনা টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়