মাদারীপুরে সড়ক দূর্ঘটনায় প্রান গেল স্বামী-স্ত্রীর

ফানাম নিউজ
  ১৭ মার্চ ২০২২, ১২:৪৮

মাদারীপুর সদর উপজেলায় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাদারীপুর টু শরীয়তপুর আঞ্চলিক সড়কের পৌর শিশুপার্কের সামনে ট্রাকের চাপায় মনিরুল ইসলাম (৩৫) ও ফারজানা ইসলাম (৩০) নামে দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন।

নিহতরা সম্পর্কে স্বামী স্ত্রী। মনিরুল ইসলামের বাড়ি পটুয়াখালী জেলায় ও তার স্ত্রীর বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানায়। মনিরুল ইসলাম শরীয়তপুর গ্রামীণ ব্যাংকের ডোমসার শাখার ব্যবস্থাপক ও স্ত্রী ফারজানা আক্তার ওই শাখার কেন্দ্রীয় ব্যবস্থাপক ছিলেন।

তারা দুজনই আগামী তিন দিনের সরকারি ছুটি পেয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুরে গ্রামীণ ব্যাংকের ডোমসার শাখায় অফিসের কাজ শেষ করে মনিরুল ও তার স্ত্রী ফারজানাকে নিয়ে পটুয়াখালী উদ্দেশ্যে রওনা করেন। তাদের মোটরসাইকেলটি মাদারীপুর শহরের পৌর শিশুপার্কের কাছে এলে পেছন দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়।

স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার শাকিল বলেন, হাসপাতালে আনার আগেই তারা মারা গিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড রক্তক্ষরণের ফলে তাদের মৃত্যু হয়েছে।

মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা বলেন, ট্রাকের চাপায় দুজন মারা যাওয়ার ঘটনায় পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন।

সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়