ভৈরবের তাঁতারকান্দিতে কয়েল কারখানায় আগুন

ফানাম নিউজ
  ১৭ মার্চ ২০২২, ১৩:৫৬

বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জের ভৈরবের তাঁতারকান্দি এলাকায় মশার কয়েল তৈরির কারখানায় আগুন লাগে। এ দুর্ঘটনায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কারখানা মালিক কাজল মিয়া।

খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রাথমিকভাবে আগুনের সূত্র জানা না গেলেও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

ক্ষতিগ্রস্ত কারখানা মালিক ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে শহরের কমলপুর তাঁতারকান্দি এলাকার কাজল মিয়ার মশার কয়েল তৈরির কারখানায় আগুন লেগে মুহূর্তে ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। এ সময় আগুনে পুড়ে যায় তৈরি কয়েল, কাঁচামাল ও যন্ত্রপাতি। এতে করে প্রায় ১৫/১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি কারখানা মালিকের।
 
এ বিষয়ে জানতে চাইলে ভৈরব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের তথ্য কর্মকর্তা মো. মামুন মিয়া জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব ছাড়া বলা যাচ্ছে না। তবে ১০ থেকে ১৫ লাখ টাকার মতো হতে পারে।

সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়