নাপা সিরাপ খেয়ে নয়, পরকীয়ার জেরে দুই শিশুকে হত্যা : পুলিশ

ফানাম নিউজ
  ১৭ মার্চ ২০২২, ১৮:৫২

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ'র দুই শিশুর মৃত্যু নাপা সিরাপ খেয়ে নয়, পরকীয়ার জেরে বিষ মেশানো মিষ্টি খাইয়ে মা তাদের হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় নিহত দুই শিশুর বাবা ইসমাঈল হোসেন বাদী হয়ে বুধবার রাতে লিমা বেগম ও তার প্রেমিক সফিউল্লার বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত লিমা খাতুনকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য জানান ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, লিমা আশুগঞ্জের একটি চালকলে কাজ করেন। তার স্বামী কাজ করেন ইটভাটায়। চালকলে কাজ করার সুবাদে আরেক শ্রমিক সফিউল্লার সঙ্গে লিমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিয়ে করারও সিদ্ধান্ত নেন।
 
‘পূর্বপরিকল্পনার অংশ হিসেবে মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে দুই শিশু ইয়াছিন ও মোরসালিনকে খাইয়ে হত্যা করেন মা লিমা বেগম। মৃত্যুর ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নাপা সিরাপের রিঅ্যাকশন হয়েছে বলে প্রচার করা হয়। কিন্তু লিমার আচরণে প্রথমেই পুলিশের সন্দেহ হয়। অধিকতর জিজ্ঞাসার পর তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।’

আশুগঞ্জ থানার ওসি আজাদ রহমান বলেন, ‘দুই শিশুর মৃত্যুর ঘটনার পর থেকেই আমরা লিমা বেগমের উপর বিশেষ নজর রাখি। তার কথা-বার্তায় আমাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হলে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি শিশুদের হত্যা এবং এর কারণ বর্ণনা করেন।

তিনি আরও বলেন, ‘বুধবার রাতেই আমরা লিমা বেগমকে গ্রেপ্তার করি। আশা করছি অপর আসামি সফিউল্লাহও দ্রুতই গ্রেপ্তার হবে।

এ ঘটনার খবর মিডিয়ায় প্রচার ও প্রকাশ পেলে সারা দেশজুড়ে তোলপাড় শুরু হয়। ঔষধ প্রশাসন অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, জেলা স্বাস্থ্য বিভাগ বিভিন্ন কমিটি গঠন করে।

একইসঙ্গে সিআইডির জব্দ করা সেই সিরাপের বোতলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তরের গবেষণাগারে পাঠানো হয়।

সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়