কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা সাতটি দেশীয় অস্ত্রসহ চারজন রোহিঙ্গাকে আটক করেছে।
আটক রোহিঙ্গা ডাকাতদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
সোমবার ভোরে উখিয়ার শফি উল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটকরা হলেন- উখিয়ার শফি উল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের মৌলভী নূর মোহাম্মদ (৩৫), মো. ইলিয়াছ (৩৫), ই/৩ ব্লকের সৈয়দ আহম্মদ (৩৮) ও বি/১ ব্লকের সানাউল্লাহ (৪৮)।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন বলেন, অভিযানের সময় গ্রেপ্তার ৪ রোহিঙ্গার সঙ্গে থাকা ১৮/২০ জন সশস্ত্র ডাকাত পালিয়ে যায়। আটকদের কাছ থেকে ডাকাতির উদ্দেশ্যে ব্যবহৃত সাতটি দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, আটকদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি আহমেদ সন্জুর মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্র: দেশ রূপান্তর