গোয়ালন্দের ছোট ভাকলায় বৃদ্ধকে গলা কেটে হত্যা

ফানাম নিউজ
  ২১ মার্চ ২০২২, ১৩:০৬

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর মোকুড়ী গ্রামে রবিবার রাত ৮টার দিকে মো. খলিল শেখ (৬০) নামের ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত খলিল এশার নামাজ পড়তে নিজ বাড়ি থেকে বের হয়েছিলেন।

নিহত খলিল শেখের জামাতা ফরহাদ সরদার জানান, তার শ্বশুর চর মৌকুড়ী গ্রামে নিজ বাড়িতে বাস করতেন। রাত সাড়ে ৭টার দিকে এশারের নামাজের আজান দিলে তিনি বাড়ি থেকে একটু দূরে মসজিদে নামাজ পড়ে বাড়ির উদ্দেশ্যে আসেন। এর মধ্যে এলাকার সাব্বির নামে এক কিশোর দেখেন- তিনি (খলিল) কলাবাগানের পাশে শুয়ে আছেন। তিনি মোবাইলের আলো জ্বালিয়ে দেখেন লোকটির গলা কাটা।

তিনি আরও বলেন, তার শ্বশুরের সঙ্গে এলাকার কারও কোনো শত্রুতা নেই, বিরোধ নেই। তিনি এলাকার খুবই নরম স্বভাবের একজন লোক। পেশায় একজন কৃষক।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হবে।

সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়