মানিকগঞ্জে স্কুলে পিকআপচাপায় নিহত ২

ফানাম নিউজ
  ২১ মার্চ ২০২২, ১৩:৫১

সোমবার বেলা পৌনে ১১টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় টেপড়া এলাকায় আব্দুল আলিম মেমোরিয়াল স্কুলমাঠে  পিকআপচাপায় শিক্ষিকা ও ছাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

নিহতরা হলেন- আব্দুল আলিম মেমোরিয়াল স্কুলের শিক্ষিকা ও স্থানীয় ভাকলা গ্রামের আওলাদ হোসেনের স্ত্রী ফাতেমা নাসরিন (৩৫) ও প্রথম শ্রেণির ছাত্রী জেরিন তাসনিম (৭)। নিহত তাসনিমের বাবা স্থানীয় সোনালী ব্যাংকের ব্যবস্থাপক শহিদুল ইসলাম।

শিবালয় থানার ওসি মো. শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

শিবালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে বারি জানান, দুঘর্টনায় নিহতদের মধ্যে ঘটনাস্থলেই শিক্ষার্থী তাসনিম নিহত হয়েছে। এছাড়া হাসপাতালে আনার পর শিক্ষিকা ফাতেমা নাসরিন মারা যান।

এ ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়