ইউএনও পরিচয়ে চাঁদা আদায়, আটক ১

ফানাম নিউজ
  ২৮ মার্চ ২০২২, ২০:০২

সোমবার (২৮ মার্চ) দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের একটি খাবার হোটেল থেকে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচয় দিয়ে চাঁদা আদায়কালে শাহরিয়ার জাহান (৪৮) নামের একজনকে আটক করেছে পুলিশ।

শাহরিয়ার জাহান পাংশা পৌর এলাকার নারায়নপুর গ্রামের মুনশি আকবর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর ১টার দিকে স্থানীয় খয়বার ও কটার হোটেলে গিয়ে নিজেকে ইউএনও পরিচয় দিয়ে ট্রেড লাইসেন্স দেখতে চান। হোটেল মালিক ট্রেড লাইসেন্স দেখাতে ব্যর্থ হলে তাদের কাছ থেকে ৫০০ টাকা করে চাঁদা আদায় করেন। তার আচরণে স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যান।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, তার বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে।

সূত্র: জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়