১০৯৬ রোহিঙ্গা ভাসানচরের পথে 

ফানাম নিউজ
  ২৯ মার্চ ২০২২, ১৭:২৮

এবার ১৩ দফার প্রথম পর্যায়ে ১ হাজার ৯৬ জন রোহিঙ্গা স্বেচ্ছায় নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে উখিয়া ছেড়েছে।

মঙ্গলবার দুপুরে উখিয়া কলেজ অস্থায়ী ট্রানজিট ক্যাম্প থেকে তাদের বহনকারী ২১টি বাস চট্টগ্রামের পথে রওনা দেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক।

দ্বিতীয় পর্যায়ে আরও সহস্রাধিক রোহিঙ্গা ভাসানচর যাবে বলে তিনি জানিয়েছেন।

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প রয়েছে। এখানে বসবাস করছেন সাড়ে ১১ লাখের অধিক রোহিঙ্গা। ইতিপূর্বে প্রায় ২৩ হাজারের অধিক রোহিঙ্গা ভাসানচরে গেছেন।

সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়