বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আইনজীবী নিহত

ফানাম নিউজ
  ০৯ এপ্রিল ২০২২, ১২:১৪

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক এক আইনজীবী নিহত হয়েছেন। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলতাফ হোসেন দুপচাঁচিয়া উপজেলার খিয়াল মধ্যপাড়ার আইস প্রামাণিকের ছেলে।

তিনি বগুড়ার আদালতে আইন পেশায় কর্মরত ছিলেন।

কাহালু ফায়ার স্টেশনের অয়্যার হাউস ইন্সপেক্টর রুবেল রানা জানান, শনিবার সকাল ৮টার দিকে আলতাফ হোসেন মোটরসাইকেল নিয়ে বগুড়া সান্তাহার সড়কে কাহালু উপজেলার রহিমা ফিলিং স্টেশন থেকে তেল নেন। এরপর মোটরসাইকেল নিয়ে রাস্তায় ওঠার সময় স্পিড ব্রেকারের কাছে মোটরসাইকেলের গতি কমিয়ে দেন।

সে সময় পেছন থেকে আসা একটি বালুবাহী ট্রাক (সিলেট-ড-১১-২১৬৭) ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরই চালক ও হেলপার ট্রাক রেখে পালিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ পৌঁছে ট্রাকটি আটক ও মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়