নেত্রকোনায় ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

ফানাম নিউজ
  ০৯ এপ্রিল ২০২২, ১২:৪৮

নেত্রকোনার মদনে ডোবা থেকে একদিল মিয়া (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার সকালে ওই উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কুটুরীকোনা গ্রামের একটি মাদ্রাসার পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত একদিল মিয়া মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের হাজরাগাতী গ্রামের মৃত গুমেজ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একদিল মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি প্রায় সময়েই উপজেলার বিভিন্ন স্থানে ঘুরাফেরা করতেন। শুক্রবার সন্ধ্যায় স্থানীয়রা তাকে কুঠুরীকোনা এলাকায় ঘুরাফেরা করতে দেখেছেন। শনিবার সকালে মাদ্রাসার পাশের ডোবায় লাশটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে মদন থানায় খবর দিয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

মদন থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হবে। একদিল মিয়ার পরিবারের লোকজনের সঙ্গে আলোচনা করে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়