ব্রুনাইতে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী নিহত, আহত ৫

ফানাম নিউজ
  ১৩ এপ্রিল ২০২২, ১১:৪১

ব্রুনাইতে এক সড়ক দুর্ঘটনায় সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ধর্মপুর গ্রামের নুর মোস্তফা (৪৫) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও ৫ বাংলাদেশি আহত হয়েছেন।

বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহত নুর মোস্তফা ধর্মপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম প্রকাশ বাঘার পুত্র।

নিহতের চাচাতো ভাই নুর আলম জানান, রাত ৮টার দিকে ব্রুনাই থেকে নুর মোস্তফার এক বন্ধু ফোন করে তার স্ত্রীকে দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর খবর দেন। এর পর থেকে তার পরিবারে শোকের মাতম চলছে।
 
তিনি জানান, নুর মোস্তফার ঘরে ৩টি মেয়ে রয়েছে। বড় মেয়ে ৮ম শ্রেণিতে পড়ে, আরেকজন ৫ম শ্রেণিতে পড়ে ও ছোট মেয়ের বয়স ৪ বছর। বাবার মৃত্যুর সংবাদে মেয়েরা বারবার মূর্ছা যাচ্ছে।

নিহতের লাশ দেশে আনতে বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা চেয়েছেন তিনি।

সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়