বৈরি আবহাওয়ায় বঙ্গোপসাগরে নিখোঁজ জেলেদের উদ্ধারে কাজ করছে সরকারের বিভিন্ন সংস্থা। নিখোঁজ ৬৫ জেলেকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে বন বিভাগ। উদ্ধার হওয়া জেলেরা জানান, এফবি ভাই ভাই ও এফবি আল্লাহর দান ফিশিং বোট দুটি চোখের সামনে প্রবল ঝড়ে ডুবে যায়। এ বিষয়ে ‘এফবি লাকি’র মাঝি বেলাল বলেন, ঝড়ের কবলে পড়ে চোখের সামনে অন্য বোটের জেলেরা ভাসতে থাকেন। কিন্তু তাদের উদ্ধার করতে পারিনি, বলে কেঁদে ফেলেন তিনি।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষকের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, হলদে বুনিয়াসহ কয়েকটি এলাকা থেকে ৬৫ জন জেলেকে উদ্ধার করা হয়। রবিবার বিকালে সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তার কার্যালয় থেকে তাদেরকে বাড়িতে ফেরত পাঠানো হয়। উদ্ধার হওয়া জেলেরা বরগুনা ও পিরোজপুরের বাসিন্দা।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসেন চৌধুরী প্রেস ব্রিফিংয়ে জানান, বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় সুন্দরবনে স্মার্ট পেট্রোলিং টিমের কার্যক্রম পূর্ব থেকেই চলমান। গত শনিবার (২০ আগস্ট) পেট্রোলিং টিম মালঞ্চ নদী হয়ে খোবরাখালীর ভারানী থেকে মাহামুদা নদীর যাওয়ার পথে ট্রলার দেখতে পায়। ট্রলারের কাছাকাছি গিয়ে বন বিভাগের কর্মীরা কান্নার আওয়াজ শুনতে পান। পরে জেলেদের উদ্ধার করা হয়। উদ্ধার জেলেরা জানান ঝড়ের কবলে পড়ে তারা ভাসছিল।
তিনি আরও বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান চলবে।
সূত্র: বাংলা ট্রিবিউন