কাজে ফিরলেন চা শ্রমিকেরা

ফানাম নিউজ
  ২৮ আগস্ট ২০২২, ১০:৪২

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের দীর্ঘ ১৯ দিনের ধর্মঘটে চা বাগানের অচলাবস্থার অবসান ঘটেছে আজ রবিবার। সকাল থেকে চা শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন।

এর আগে গতকাল শনিবার বিকেলে প্রধানমন্ত্রী দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দেওয়ার পর কাজে ফেরার ঘোষণা দেন সাধারণ চা শ্রমিকেরা।

আজ সকাল সাড়ে ৯টায় মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ও শ্রীগোবিন্দপুর চা বাগানে গিয়ে দেখা যায়, চা শ্রমিকেরা হাসিমুখে বাগানে কাজে যোগ দিয়েছেন। নারী ও পুরুষ সবাই একযোগে করছেন পাতা উত্তোলনের কাজ। চা গাছের নিচে আগাছা জন্মানোয় তা পরিষ্কার করতে ব্যস্ত চা শ্রমিকেরা। 

আলাপকালে শ্রমিক সুমনা বাউরি ও রাজেস অলমিক বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা মজুরি বৃদ্ধির আন্দোলন করেছি। শুরু থেকেই প্রধানমন্ত্রীর ঘোষণার জন্য অপেক্ষায় থাকার পর গতকাল শনিবার আমাদের নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে। তাই আজ থেকে কাজে যোগ দিলাম।’

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালির সভাপতি ধনা বাউরি বলেন, ‘দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সবাই মেনে নিয়েছে। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সাধারণ চা শ্রমিকেরা আজ রবিবার থেকে কাজে যোগ দিয়েছে। আমাদের ভ্যালির অন্তর্গত ২৩ চা বাগানের পঞ্চায়েত নেতৃবৃন্দকেও শ্রমিকদের কাজে যোগদানের বিষয়টি জানানো হয়েছে।

সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়