গ্যাসলাইন লিকেজ হয়ে বিস্ফোরণ, একই পরিবারের চারজন দগ্ধ

ফানাম নিউজ
  ১৮ ডিসেম্বর ২০২৩, ০৫:১০

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসলাইন লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

রোববার ভোর রাতে ফতুল্লার কাশিপুর ইউনিয়নের খিলমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- সুলতান মিয়া, তার স্ত্রী সাহিদা আক্তার, ছেলে নবী হোসেন ও আলী মিয়া।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে ওই ফ্ল্যাটের সবাই গ্রামের বাড়িতে যান। শনিবার রাতে বাসায় ফিরে রান্নাঘরের চুলা জ্বালাতে গেলে বিস্ফোরণ ঘটে। এসময় ঘরে থাকা চারজন দগ্ধ হন।

তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক ফখরুদ্দিন আহাম্মদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমাটবাঁধা গ্যাস থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়