টাঙ্গাইলের লড়ি-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ফানাম নিউজ
  ১৯ জানুয়ারি ২০২৪, ০৬:৪৮

টাঙ্গাইলের ঘাটাইলে তেলবাহী লড়ি ও যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের পোড়াবাড়ি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম শফিকুল ইসলাম। বাড়ি ধনবাড়ী সদর উপজেলায়। তিনি ঘাটাইলে আশার ম্যানেজার।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, রাতে তেলবাহী একটি লড়ি এলেঙ্গার দিকে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি মাহিন্দ্রার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই একজন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরেক জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়