আইসিটির ১৯ খাতের ব্যক্তি ও ব্যবসায়ীদের জন্য সুখবর

ফানাম নিউজ
  ০৭ জুন ২০২৪, ০২:৩৩

২০২৪-২০২৫ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে তথ্যপ্রযুক্তি থেকে আয় ও ব্যক্তিপর্যায়ে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনাকারীদের জন্য সুখবর দেওয়া হয়েছে। স্বল্পসময়ের মধ্যে ব্যবসায়িক কার্যক্রম ক্যাশলেস করার শর্তে অর্থবছরে প্রস্তাবিত বাজেটে তথ্যপ্রযুক্তির (আইসিটি) ১৯টি খাত করমুক্ত রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে বাজেট পেশকালে এই প্রস্তাব দেন অর্থমন্ত্রী। মন্ত্রী দেশীয় ব্যবসা থেকে আয় ও ব্যক্তিপর্যায়ে ব্যবসায়িক কার্যক্রম স্বল্পসময়ের মধ্যে ক্যাশলেস করার শর্তে এ খাতগুলো করমুক্ত রাখার প্রস্তাব করেন।

করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে যেসব খাত

* এআই বেজড সলিউশন ডেভেলপমেন্ট

* ব্লকচেইন বেজড সলিউশন ডেভেলপমেন্ট

* রোবোটিকস প্রসেস আউটসোর্সিং

* সফটওয়্যার অ্যাজ অ্যা সার্ভিস

* সাইবার সিকিউরিটি সার্ভিস

* ডিজিটাল ডাটা এনালাইটিকস ও ডাটা সাইয়েন্স

* মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সার্ভিস

* সফটওয়্যার ডেভেলপমেন্ট ও কাস্টমাইজেশন

* সফটওয়্যার টেস্ট ল্যাব সার্ভিস

* ওয়েব লিস্টিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট ও সার্ভিস

* আইটি সহায়তা ও সফটওয়্যার মেইনটেন্যান্স সার্ভিস

* জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস

* ডিজিটাল অ্যানিমেশন ডেভেলপমেন্ট

* ডিজিটাল গ্রাফিকস ডিজাইন

* ডিজিটাল ডেটা অ্যান্ট্রি ও প্রসেসিং

* ই-লার্নিং প্ল্যাটফর্ম ও ই-পাবলিকেশন

* আইটি ফ্রিল্যান্সিং

* কল সেন্টার সার্ভিস

জাতীয় সংসদে আজ ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অর্থমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম বাজেট। ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ স্লোগানে এটি দেশের ৫৩তম বাজেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়