বিশ্বের ৩০ মিলিয়ন মানুষ পড়ছে বাংলা ভাষার জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘বিজ্ঞানপ্রিয়’

ফানাম নিউজ রিপোর্টার
  ১৭ ডিসেম্বর ২০২৪, ১১:১৭

২০১৮ সালের দিকে শাওন মাহমুদ তৈরি করলেন অনলাইন প্ল্যাটফর্ম বিজ্ঞানপ্রিয়। এরপর তাঁর কয়েকজন বন্ধুকে নিয়ে শুরু করলেন বিজ্ঞানভিত্তিক কনটেন্ট তৈরি। লক্ষ্য ছিল একটাই-বিজ্ঞানকে মানুষের জীবনের অংশ করে তোলা। কেবল শহরের শিক্ষিত মানুষই নয়, গ্রামগঞ্জের সাধারণ মানুষের কাছেও বিজ্ঞানের গুরুত্ব পৌঁছে দেওয়া।

ধীরে ধীরে বিজ্ঞানপ্রিয় হয়ে ওঠে বাংলাদেশের জনমানুষের বিজ্ঞান প্ল্যাটফর্ম। তাঁদের উদ্যোগে তৈরি হয়েছে কয়েক শ ভিডিও, ২৫ হাজারের বেশি ভিজ্যুয়াল কনটেন্ট, হাজারো মিথ বাছাই করে ভুল প্রমাণ করার রিসোর্স আর লাখো মানুষকে অনুপ্রাণিত করার গল্প।

শুধু অনলাইনে সীমাবদ্ধ না থেকে বিজ্ঞানপ্রিয় পৌঁছে গেছে দেশের প্রান্তিক অঞ্চলে। সেখানে তাঁরা তুলে ধরেছেন বিজ্ঞানের গল্প। মোবাইল ফোনে সচেতনতা ক্যাম্পেইনের মধ্য দিয়ে ছড়িয়ে দিয়েছেন অপবিজ্ঞান ও কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা।

‘প্রজেক্ট প্রাচি’ নামের এক অনন্য উদ্যোগে বিজ্ঞানপ্রিয় ভার্চুয়াল রিয়েলিটিভিত্তিক প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের মাধ্যমে ২০০টির বেশি পরিবারকে সুরক্ষিত করেছে। প্ল্যাটফর্মটি পরিকল্পনা করেছে ২০৩০ সালের মধ্যে সুরক্ষার এই মহৎ যাত্রা ৩০ হাজার পরিবারে পৌঁছে দেওয়ার।

শিশু-কিশোরদের সৃজনশীলতা ও গবেষণার আগ্রহ বাড়াতে বিশেষ এক উদ্যোগ নেন শাওন। প্রকাশ করেন ‘নেবুলা’ নামের একটি ই-ম্যাগাজিন, যেখানে স্কুলশিক্ষার্থীদের নতুন নতুন আবিষ্কার ও কৌতূহল সম্পর্কে প্রতিবেদন এবং প্রবন্ধ প্রকাশ করা হয়। গণিতের সূত্রের ভেতর নতুন কোনো সূত্র খুঁজে পাওয়া, খেলার ছলে বিজ্ঞানের পরীক্ষা করে ফেলা-এসব কনটেন্ট নাম ও ছবিসহ প্রকাশ করা হয় ম্যাগাজিনে। এটি প্রতিবছরের ২১ ফেব্রুয়ারি প্রকাশ করেন তাঁরা।

এখন বিজ্ঞানপ্রিয় কেবল বিজ্ঞান শেখানোর প্ল্যাটফর্ম নয়। এটি একটি সমাজ বদলের হাতিয়ারও। এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রায় ১৫ লাখ তরুণ বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের পথে নিজেদের ভবিষ্যৎ তৈরির চেষ্টা করছেন।

এই স্বপ্ন দেখায় বিজ্ঞানপ্রিয় এখন শুধু বাংলাদেশের নয়, বিশ্বের বিভিন্ন দেশের বাংলা ভাষাভাষী মানুষের কাছেও জনপ্রিয়। প্রতি মাসে প্রায় ৩০ মিলিয়ন মানুষের কাছে পৌঁছানোর পরিসংখ্যান বলে দেয়, বিজ্ঞানের মতো একটি বিষয়কে সহজ-সাবলীলভাবে তুলে ধরার এই মহৎ যাত্রায় অনেকটা সাফল্যের পথে এগিয়েছে বিজ্ঞানপ্রিয়। এ যাত্রা চলতেই থাকবে, ছড়িয়ে পড়বে আলো হয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়