চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগ নেতা এম এ লতিফ। মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারা কর্তৃপক্ষের দাবি, বাথরুমে পড়ে মাথায় আঘাত পেয়েছেন তিনি। এম এ লতিফ চট্টগ্রাম ১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য।
চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, সন্ধ্যার একটু আগে বাথরুমে পা পিছলে পড়ে যান এম এ লতিফ। এতে তিনি মাথায় আঘাত পান। পরে তাকে চমেক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন খান বলেন, এম এ লতিফ আশঙ্কামুক্ত আছেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে একটা সমস্যা পাওয়া গেছে। তার ব্রেনে রক্ত জমাট বেঁধে গেছে। যেটাকে আমরা চিকিৎসার ভাষায় হেমাটোমা বলি। এ ছাড়া তিনি বাইপাসের রোগী। এখন তিনি চিকিৎসাধীন আছেন।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ভেঙে দেওয়া হয় সংসদ। এ ঘটনার কয়েকদিন পর এম এ লতিফ নগরের পূর্ব মাদারবাড়ি মালুম মসজিদ এলাকায় সেনাবাহিনীর হাতে আটক হন। এরপর একাধিক মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়। তখন থেকে কারাগারে রয়েছেন লতিফ।