লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপি নেতা আবদুল খালেকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে উপজেলার কাটাখালি ব্রিজ এলাকায় হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায় অংশগ্রহণকারীরা।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আকবর হোসেন, কাঞ্চনপুর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফিরোজ আলম, সহসভাপতি মফিজ, শ্রমিকদল সভাপতি নুর আলম জজ, যুবদল নেতা ইমাম হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সাবেক ছাত্রদল নেতা প্রিন্স আজিজ, স্বেচ্ছাসেবক দল নেতা আল-আমিন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক রুবেল মিজিসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।
ভুক্তভোগী আবদুল খালেক রামগঞ্জ উপজেল বিএনপির সদস্য ও কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি।
সাবেক ইউপি সদস্য আকবর হোসেন ও কাঞ্চনপুর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফিরোজ আলম বলেন, আওয়ামী লীগের লোকজন এখন বিএনপিতে আশ্রয় খুঁজছে। তাদের একজন শাহাদাত হোসেন।
তাকে দলে স্থান না দেওয়ায় ও মেলার নামে চাঁদা উত্তোলনে বাধা দেওয়ায় বিএনপি নেতা খালেকের ওপর হামলা করা হয়েছে।
২৩ নভেম্বর দুপুরে শাহাদাতের নেতৃত্বে এ হামলা চালানো হয়। এতে খালেক, তার ছেলে আরাফাত, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহাদাতসহ বিএনপির ১০ জন সমর্থককে পিটিয়ে আহত করা হয়। হামলাকারীরা কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদেও ভাঙচুর চালায়।
আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশকে ঘটনাটি অবহিত করা হয়েছে। কিন্তু ঘটনার ৩ দিন পার হলেও কাউকে আটক করা হয়নি। অবিলম্বে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।