থেমে থাকা পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২

ফানাম নিউজ
  ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৩

রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুরে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে আহলা‌দিপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ এ তথ্য নি‌শ্চিত করেন।

এর আগে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়কের কল্যাণপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দুর্ঘটনা কবলিত পিকআপের চালক নাজমুল (৩৫) ও তার সহকারী কাওসার (৩০)।

জানা গে‌ছে, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুরে ঢাকামু‌খী সব‌জিবোঝাই পিকআপ দাঁড়িয়ে চাকা পরিবর্তন করছিল। এ সময় পেছন থেকে আসা একটি চালবোঝাই ট্রাক পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। খবর পেয়ে আহলাদিপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পিকআপের চালক ও তার সহকারীকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চি‌কিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আহলা‌দিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, নিহ‌তদের মরদেহ উদ্ধারসহ ট্রাক দু‌টি জব্দ ক‌রা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়