সকল বেসরকারি টিভি চ্যানেলে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) দুপুর ২টার খবর সম্প্রচার করার বাধ্যবাধকতা ছিল আওয়ামী লীগ সরকারের। যা এখন আর প্রয়োজন নেই বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
বুধবার (১৮ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি আদেশ জারি করেছে মন্ত্রণালয়।
ওই আদেশে বলা হয়, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) দুপুর ২টার খবর বেসরকারি টেলিভিশনে সম্প্রচারের প্রয়োজন নেই মর্মে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা অভিমত ব্যক্ত করেছেন। বিষয়টি নির্দেশক্রমে অবহিত করা হলো।
প্রধান তথ্য অফিসার (চলতি দায়িত্ব) মো. নিজামুল কবির স্বাক্ষরিত এই আদেশ বলে জানা যায়।