অ্যাওয়ার্ড পেলো ই-লার্নিং প্ল্যাটফর্ম মজারু

ফানাম নিউজ রিপোর্টার
  ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:৪৮

দেশের এডটেক খাতে প্রবাসী ও দেশীয় উদ্যোগের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে প্রথম ‘এনআরবি ওয়ার্ল্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪’ অর্জন করেছে অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম মজারু।

রাজধানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৪’-এর বিশেষ পর্বে রবিবার (২৯ ডিসেম্বর) এই সম্মাননা দেওয়া হয়।

মজারুর সিইও আলাউদ্দীন ফারুকী প্রিন্স-এর হাতে সম্মাননা তুলে দেন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) এপেক্স ট্রেড বডি সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই)-এর সভাপতি মো. জসিম উদ্দিন।

এসময় যুক্তরাষ্ট্র-ভিত্তিক এডটেক প্রতিষ্ঠান কোডার্সট্রাস্ট প্রতিষ্ঠাতা আজিজ আহমদ উপস্থিত ছিলেন।

এর আগে দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবি ওয়ার্ল্ডের সভাপতি মো. শাহীদুজ্জামান। আয়োজনের সহযোগী ছিল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

পুরস্কার গ্রহণের পর আলাউদ্দীন ফারুকী প্রিন্স বলেন, এই স্বীকৃতি মজারুর প্রতিটি সদস্যের কঠোর পরিশ্রম আর আন্তরিকতার ফল। আমরা সব সময় শিশুদের জন্য এমন একটি পরিবেশ তৈরি করতে চেয়েছি, যেখানে তারা আনন্দের সঙ্গে শিখতে পারবে এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবে। এই সম্মাননা আমাদের আরও অনুপ্রাণিত করবে।

মজারু বাংলাদেশের একটি জনপ্রিয় ই-লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে শিশুদের মেধার বিকাশের জন্য কাজ করা হচ্ছে। এবাকাস মাইন্ড ম্যাথ, আদর্শলিপি, বাংলা আমার ভাষা, স্মার্ট ইংলিশ ফর কিডসসহ বেশ কিছু অনলাইন কোর্স নিয়ে কাজ করে চলেছে মজারু। বর্তমানে পৃথিবীর ৩২টি দেশের প্রায় ৫২ হাজার শিক্ষার্থী মজারুর বিভিন্ন কোর্সে যুক্ত হয়েছে, যেখানে কাজ করছেন ৪৯০ জন শিক্ষক-কর্মকর্তা।মূলত আনন্দের মাধ্যমে শেখানো জন্য মজারু বেশি জনপ্রিয়তা পায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়