পর্তুগালে তিনজনকে গুলি করে হত্যার পর হামলাকারীর আত্মহত্যা

ফানাম নিউজ
  ০১ মে ২০২৩, ০৩:৩২

পর্তুগালে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছে। হামলার পর হত্যাকারী নিজেও আত্মহত্যা করেন। রোববার (৩০ এপ্রিল) দেশটির রাজধানী লিসবন থেকে প্রায় ৪৫ কিলোমিটার দক্ষিণের শহর সেতুবালে এ ঘটনা ঘটে।

সিএনএন পর্তুগালের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল ৮টার দিকে সেতুবালের বেইরো আজুল নামক এলাকায় গুলির ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালে বন্দুকধারী আত্মহত্যা করেন।

সিএনএন পর্তুগাল আরও জানায়, হামলার পর চারটি মরদেহ পাওয়ার কথা জানিয়েছেন পিএসপি পুলিশ কমিশনার জোয়াও ফ্রেয়ার। গুলিতেই এ মৃত্যু হয়েছে বলে ধারণা তার। তবে তিনি বলেছেন, হামলার কারণ ও বিস্তারিত এখনো জানা যায়নি। পুলিশের ফৌজদারি মামলা সংস্থা পিজে ঘটনাস্থলে তদন্ত করছিল বলে জানান ফ্রেয়ার।

সূত্র: রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়