বান্দরবানে ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত

ফানাম নিউজ
  ১৬ মার্চ ২০২২, ১১:৫৯
আপডেট  : ১৬ মার্চ ২০২২, ১২:০৪

মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা শামুকছড়া এলাকায় ইটবোঝাই ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তবে তারা সবাই নোয়াখালী থেকে লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকায় ব্রিকফিল্ডে কাজ করতে যাচ্ছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ইয়াংছা এলাকার পিবিএন ব্রিকফিল্ড থেকে ইটবোঝাই করে একটি ট্রাকটি চকরিয়ার দিকে যাচ্ছিল। পরে শামুকছড়া ব্রিজের পাশে ট্রাকটি খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা শ্রমিকরা ট্রাক-ইটের নিচে চাপা পড়েন।

পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত দুজন চিকিৎসাধীন রয়েছেন।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে তবে চালক পলাতক।

সূত্র: জাগো নিউজ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়