মোটরসাইকেল দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা নিহত

ফানাম নিউজ
  ১৬ মার্চ ২০২২, ১২:৪৪

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ বাজারের মদন বাবুর মোড়ের কাছে মঙ্গলবার রাত ৯টার দিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাইড ওয়ালে ধাক্কায় মোজাম্মেল হক (৫০) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। ওই দুর্ঘটনার সময় আহত হয়েছেন আরও একজন।

নিহত মোজাম্মেল হক চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়ার মৃত জুড়ান মন্ডলের ছেলে।

তিনি চুয়াডাঙ্গা পৌর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন। আহত জাহিদ হোসেন (৪৫) চুয়াডাঙ্গা পৌর এলাকার পোস্ট অফিস পাড়ার মৃত শওকত আলীর ছেলে।
 
স্থানীয়রা জানান, ব্যক্তিগত কাজ শেষে আলমডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গায় ফিরছিলেন মোজাম্মেল হক ও জাহিদ হোসেন। এ সময় মুন্সিগঞ্জ বাজারের মদন বাবুর মোড় এলাকায় পৌঁছালে আলমডাঙ্গাগামী একটি ট্রাককে সাইড দেন তারা। পরে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাইড ওয়ালে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহসানুল হক বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেওয়ার আগেই মারা যান মোজাম্মেল হক। জাহিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম জানান, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়