জলঢাকায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের জন্মদিন পালিত

ফানাম নিউজ
  ২১ মার্চ ২০২২, ২১:২৭

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৯৩তম জন্মদিন পালন করেছে জলঢাকা উপজেলা জাতীয় পার্টি। 

রোববার সন্ধ্যায় উপজেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে কেক কেটে তার জন্মদিন পালন করা হয়। এ সময় আলোচনা সভা ও এরশাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাইদার রহমান বুলু, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক দবির হুদা, যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ্ হেল বাকী, পৌর জাতীয় পার্টির সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক দুলাল হোসেন আর্মি, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম প্রিন্স, তহমিদার রহমান, উপজেলা যুব সংহতির সভাপতি বাবলুর রহমান, সাধারণ সম্পাদক রাশেদ আনোয়ার চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসিমুজ্জামান নাদির, উপজেলা শ্রমিক পার্টির সভাপতি রাজ্জাকুল ইসলাম রাজা প্রমুখ।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়