মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শনিবার বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি-এর নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে দলের পক্ষ শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ।
পরে নেতা-কর্মীরা সেখানে ফাতেহা পাঠের পাশাপাশি জাতির পিতাসহ ১৯৭৫ সালের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রহমান, আবুল হাসনাত আব্দুল্লাহ এমপি, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র: দেশ রূপান্তর