লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী প্রবাসীদের প্রাথমিক তথ্য সংগ্রহ করছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।
লেবাননের স্থানীয় সময় মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বৈরুতের বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বেচ্ছায় দেশে ফেরত যেতে আগ্রহী প্রবাসীদের প্রাথমিক তথ্য সংগ্রহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাস বৈরুত কর্তৃক স্বেচ্ছায় দেশে ফেরত যেতে আগ্রহী প্রবাসীদের প্রাথমিক তথ্য সংগ্রহ করা হচ্ছে।
দূতাবাসের ফেসবুকে নির্ধারিত ফরম ডাউন লোড করে/হার্ডকপি সংগ্রহ করে আগামী শুক্রবার (১১ অক্টোবর) রাত ১২টার মধ্যে পূরণ করা ফরম জমা করতে হবে।
চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী ব্যক্তি ও সামাজিক সংগঠনের সহায়তায় পরিচালিত বিভিন্ন অস্থায়ী আশ্রয় কেন্দ্র অথবা বৈরুতের দাওরায় ইসমাঈলের দোকান থেকে ফরম সংগ্রহ এবং জমা করা যাবে।
ই-মেইল নম্বর- [email protected] এ পূরণ করা ফরম প্রেরণ করা যাবে।