নতুন আইন প্রণয়নের পর ইসি গঠন করতে চায় সরকার: সাখাওয়াত হোসেন

নিজস্ব প্রতিবেদক
  ১২ অক্টোবর ২০২৪, ১৫:২০
আপডেট  : ১২ অক্টোবর ২০২৪, ২০:৪৬

সংস্কার কমিশনের সুপারিশে নতুন আইন প্রণয়নের পর সরকার ইসি গঠন করতে চায় বলে জানিয়েছেন বস্ত্র ও পাট এবং নৌ-পরিবহন বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

শনিবার (১২ অক্টোবর) রাজধানীর সিরডাপে রিপোর্টার্স ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

সাখাওয়াত হোসেন বলেন, ‘নির্বাচনে নিয়োজিত কর্মকর্তাদের অনিয়মের বিচারের চূড়ান্ত ক্ষমতা ইসির থাকা উচিত। ভোটের সময় মন্ত্রণালয়কে ইসির আওতায় রাখা দরকার।’

এ সময় সব দলের সংসদ সদস্যের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশনার নিয়োগের কথাও বলেন এই উপদেষ্টা। তিনি বলেন, ‘অন্তত ৩ বছর একটি রাজনৈতিক দলের সদস্য না থাকলে তাকে মনোনয়ন দেওয়া উচিত হবে না। এটি করা গেলে মনোনয়ন বাণিজ্য বন্ধ ও তৃণমূল থেকে প্রার্থী ওঠে আসবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়