পুরান ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিষয়টি জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সেখানে সনাতন ধর্মবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি।
প্রেস উইং বলেছে, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন ড. মুহাম্মদ ইউনূস। সেখানে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
সূত্র: বাসস