মেঘনা নদীর পানি বিপদসীমার ওপরে, ভয়াবহ বন্যার শঙ্কা

ফানাম নিউজ
  ২৬ জুলাই ২০২৫, ১৭:২০

চাঁদপুরের মেঘনা নদীতে হঠাৎ পানি বৃদ্ধি পেয়েছে। টানা বৃষ্টিপাত ও বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যার পর নদীর পানি বিপদসীমার ২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

হঠাৎ এই জোয়ারের কারণে হাইমচর উপজেলার চরভাঙ্গা, কৃষ্ণপুর, লামচরি, উত্তর চরভৈরবী ও জালিয়ার চর গ্রামের অনেক বাড়ির আঙিনা, গ্রামের রাস্তা ও কৃষিজমি পানিতে ডুবে গেছে।

বর্ষা মৌসুমে এমন পানি বৃদ্ধির ঘটনা নতুন নয়, এবারের মতো হঠাৎ এতটা উচ্চতার জোয়ার বেশ আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে নিম্নাঞ্চলের এলাকাবাসীকে পড়তে হয়েছে অস্থায়ী দুর্ভোগে। প্রতিদিন পানি বৃদ্ধি হলে চরম জনদুর্ভোগে পড়বে চাঁদপুর ও হাইমচরের জনগণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়