
রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে চাল ও ডালের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে নতুন চাল বাজারে আসার আগেই পুরোনো চালের দাম কেজিতে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। একই সময়ে দেশি (ছোট দানা) মসুর ডালের দাম কেজিতে বেড়েছে সর্বোচ্চ ২০ টাকা।
শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
কারওয়ান বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে মিনিকেট ও নাজিরশাইল চালের দাম সবচেয়ে বেশি বেড়েছে। মঞ্জুর ও সাগর ব্র্যান্ডের মিনিকেট চাল কেজিতে ৩ থেকে ৪ টাকা বেড়ে ৮৩ থেকে ৮৪ টাকায় বিক্রি হচ্ছে। রশিদ ব্র্যান্ডের মিনিকেটের দাম ৭২ টাকা থেকে বেড়ে হয়েছে ৭৫ টাকা। নন–ব্র্যান্ডের মিনিকেট চাল বিক্রি হচ্ছে কেজি ৬৫ থেকে ৭০ টাকায়। আর দামি মিনিকেট (মোজাম্মেল) চালের দাম কেজিতে ১ থেকে ২ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ থেকে ৮৬ টাকায়।
একইভাবে নাজিরশাইল চালের দামও ঊর্ধ্বমুখী। ধরনভেদে দেশি নাজিরশাইল চাল কেজিতে বিক্রি হচ্ছে ৭২ থেকে ৮৫ টাকায়, যা সপ্তাহখানেক আগেও ৩ থেকে ৪ টাকা কম ছিল। আমদানি করা নাজিরশাইল চালের দাম কেজিতে সর্বোচ্চ ৩ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৭৮ টাকায়।
খুচরা বিক্রেতারা জানান, বছরের এই সময়ে সাধারণত আউশ, আমন ও নাজিরশাইল চাল নতুন করে বাজারে আসতে শুরু করে। প্রতিবছর নতুন চাল বাজারে এলে পুরোনো চালের দাম কেজিতে ১ থেকে ২ টাকা বাড়ে। তবে এবার নতুন চাল বাজারে আসার আগেই পুরোনো চালের দাম ৩ থেকে ৪ টাকা বেড়েছে। তাঁদের আশঙ্কা, আগামী এক সপ্তাহের মধ্যে নতুন চাল বিক্রি শুরু হলে পুরোনো চালের দাম আরও বাড়তে পারে।
সবজির বাজারে স্বস্তি
চালের দামের ঊর্ধ্বগতির মধ্যেও সবজির বাজারে কিছুটা স্বস্তি দেখা গেছে। বর্তমানে প্রতি কেজি মুলা ২৫ থেকে ৩০ টাকা এবং শালগম ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। গোল ও লম্বা বেগুনের দাম কেজিতে ১০ টাকা পর্যন্ত কমে ৩০ থেকে ৪০ টাকায় নেমেছে।
এ ছাড়া শিম ও মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা, পেঁপে ৪০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ৩০ থেকে ৪০ টাকায় পাওয়া যাচ্ছে। করলার দাম কেজিতে ৫০ টাকা।
অন্যান্য পণ্যের মধ্যে দেশি গাজর কেজিতে ৪০ টাকা, কাঁচকলার হালি ৪০ টাকা এবং ছোট আকারের লাউ প্রতিটি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে পাকা টমেটোর দাম এখনো বেশি—কেজিতে ৯০ থেকে ১০০ টাকা। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজিতে ১০০ থেকে ১২০ টাকায়। মটরশুঁটির দাম কেজিতে ১০ টাকা কমে বর্তমানে ১০০ টাকায় নেমেছে।