বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, দেশে আবারও নতুন করে ফ্যাসিবাদী গ্রুপ তৈরি হচ্ছে, যারা কোনো ধরনের সত্যতার যাছাই না করেই ছাত্রশিবিরের ওপর নিজেদের অপকর্মের দায় উঠিয়ে দেন। এসব মিথ্যাচার বন্ধ না করলে আমরা তাদের বিষয়ে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর মগবাজরস্থ আলফালাহ মিলনায়তনে দুদিনব্যাপী চলা কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশনে তিনি এসব কথা বলেন।
জাহিদুল ইসলাম বলেন, পাহাড় নিয়ে যারা নানা ধরনের অপতৎপরতায় লিপ্ত, তাদের এই অপতৎপরতা বন্ধে সরকারকে জোরালো পদক্ষেপ নিতে হবে।
এ সময় ছাত্রশিবির সভাপতি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেন।
তিনি বলেন, এনসিটিবি কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
দেশের প্রশাসন এখনও পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি অভিযোগ এনে শিবির সভাপতি বলেন, ফ্যাসিবাদের দোসররা নানাভাবে বাংলাদেশকে অশান্ত, অকার্যকর ও অস্থিতিশীল করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ছাত্র-জনতার ওপর যারা গণহত্যা চালিয়েছে, তাদের সিংহভাগ এখনও গ্রেপ্তার হয়নি। যারা গ্রেপ্তার হয়েছে, এখনও তাদের বিচার হয়নি। এমনকি অভিযুক্তরা গ্রেপ্তার হওয়ার পর তাদের ছেড়ে দেয়ার মতো ঘটনাও ঘটছে।
তিনি আরও বলেন, অনেক অপরাধীকে নির্বিঘ্নে সীমান্ত পার হয়ে যেতে সহযোগিতা করা হচ্ছে। অনলাইন ও অফলাইনে আমরা খুনিদের আস্ফালন দেখতে পাচ্ছি।
জাহিদুল ইসলাম বলেন, মানুষ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে জুলাই ছাত্র-জনতা অভ্যুত্থান সংঘটিত করেছে। কিন্তু ছাত্র-জনতার আকাঙ্ক্ষিত যে পরিবর্তন, রাষ্ট্রের কাঙ্খিত সংস্কারসমূহ এখনও ভালোভাবে সম্পন্ন হচ্ছে না। এ কার্যক্রমে আমরা খুবই ধীরগতি লক্ষ্য করছি।