
বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের সর্বোচ্চ ব্যক্তির জবাবদিহিতাও নিশ্চিত করবে বলে মন্তব্য করেছেন দলটির আমির আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (১২ জানুয়ারি) রাতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাবেক সেনা কর্মকর্তাদের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশের সর্বোচ্চ ব্যক্তির জবাবদিহিতাও নিশ্চিত করা হবে। দুর্নীতির লেজ নয়, কান ধরে টানা হবে।
তিনি বলেন, এখনো নির্বাচনের সুষ্ঠু পরিবেশ পুরোপুরি নিশ্চিত হয়নি। তবে নির্বাচন কমিশন ও সরকারের ওপর আস্থা রাখতে চাই। প্রতিটি ভোটার নিজের নাগরিক অধিকার পূরণ করতে পারলেই কেবল আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ হিসেবে প্রমাণিত হবে।
তিনি আরও বলেন, বিগত দিনের মতো আর কোনো নির্বাচন আমরা দেখতে চাই না। জনগণ সচেতন থাকলে কেউ নির্বাচন ইঞ্জিনিয়ারিং করার সাহসও করবে না।
ডা. শফিকুর রহমান বলেন, ২৪-এর অভ্যুত্থানের একক কোনো মাস্টারমাইন্ড নেই। এই অভ্যুত্থানের প্রকৃত মাস্টারমাইন্ড এ দেশের মুক্তিকামী জনগণ। সশস্ত্র বাহিনীর দায়িত্বশীল ভূমিকার কারণে ধারাবাহিক ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম চূড়ান্ত সফলতার মুখ দেখেছে।
তিনি আরও বলেন, সামনের দিনগুলোতে সশস্ত্র বাহিনীর সাহসী ভূমিকা জাতিকে পথ দেখাবে। জামায়াতে ইসলামী ফ্যাসিবাদ পতনে যতটুকু ভূমিকা পালন করেছে, তা তাদের দায়িত্বের অংশমাত্র।
জামায়াত আমির বলেন, আমরা সেনাবাহিনীকে সকলের প্রিয় হিসেবে দেখতে চাই। দেশের বাইরে ও ভেতরে তাদের কর্মকাণ্ড যেন প্রশংসা কুড়ায়, সেটিই জামায়াতের প্রত্যাশা।
তিনি বলেন, পরবর্তী প্রজন্মের হাতে একটি নিরাপদ দেশ তুলে দিতে চাই। এই প্রচেষ্টায় দেশের আপামর জনগণের সমর্থন কামনা করছি। আমরা শুধু জামায়াতে ইসলামী নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় প্রত্যাশা করি।