ইংলিশ তারকা জুড বেলিংহ্যাম রিয়াল মাদ্রিদে নাম লেখানোর পর যেন ফর্মের চূড়ায় রয়েছেন। মৌসুমের প্রথম ম্যাচেও গোল পেয়েছিলেন তিনি। এবার দ্বিতীয় ম্যাচে এসে আলমেরিয়ার বিপক্ষে জোড়া গোল করলেন তিনি। বেলিংহ্যামের জোড়া গোলে পিছিয়ে থেকেও ৩-১ ব্যবধানে দারুণ এক জয় নিয়ে ঘরে ফিরেছে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের তৃতীয় মিনিটেই পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে সার্জিও আরিবাসের গোলে এগিয়ে যায় আলমেরিয়া। কিন্তু এই এক গোল করে লিড ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। বেলিংহ্যামের জোড়া এবং ভিনিসিয়ুস জুনিয়রের বাকি গোলের ওপর ভর করে আলমেরিয়ার বিপক্ষে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল অবলম্বন করেন রিয়াল কোচ আনচেলত্তি। কিন্তু তৃতীয় মিনিটে দারুণ এক কাউন্টার অ্যাটাকে গোল পেয়ে যায় আলমেরিয়া। বাম পাশ থেকে লুকাস রবার্টোনের ক্রসে অসাধারণ এক হেড করেন সার্জিও আরিবাস।
তবে, বেশিক্ষণ এই লিড ধরে রাখতে পারেনি তারা। ১৯তম মিনিটের মাথায় ফেডেরিকো ভালভার্দের দারুণ এক ক্রস থেকে বল পেয়ে খুব কাছ থেকে আলমেরিয়ার জালে বল জড়িয়ে দেন বেলিংহ্যাম।
৬০ মিনিটের মাথায় আবারও গোল করে রিয়াল মাদ্রিদ। এবারও গোলদাতা বেলিংহ্যাম। টনি ক্রুসের দুইজন ডিফেন্ডারকে কাটিয়ে খুবই ক্লিনিক্যাল একটি পাস দেন ইংলিশ ফুটবলার বেলিংহ্যামকে। বল পেয়ে আলমেরিয়া গোলরক্ষক লুইস ম্যাক্সিমিলিয়ানোকে পরাস্ত করেন বেলিংহ্যাম।
৭৩তম মিনিটে ব্যবধান আরও বাড়ান রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। অসাধারণ এক স্ট্রাইকে আলমেরিয়ার গোলরক্ষককে পরাস্ত করেন ভিনিসিয়ুস জুনিয়র।