লম্বা সময় পর টেস্ট ক্রিকেটে ফিরলেও প্রত্যাবর্তনটা ভালো হয়নি ভারতীয় ব্যাটার বিরাট কোহলির। চেন্নাই টেস্টে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও প্রত্যাশা পূরণে ব্যর্থ এই তারকা ব্যাটার। ব্যাট হাতে সময়টা ভালো না গেলেও মাঠে অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে মজায় মাতলেন এই ৩৫ বছর বয়সী ক্রিকেটার।
২০ সেপ্টেম্বর চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনে ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সাকিবের বলের মুখোমুখি হন কোহলি। যেখানে ১৫তম ওভারের শেষ দুই বলে এই ব্যাটারকে বেশ সংগ্রাম করতে দেখা যায়। শেষ দুটি ডেলিভারি ফুল লেংথে করেন সাকিব। বিপরীতে শট খেলার জন্য কিছুটা জায়গা তৈরি করেও ব্যর্থ হন কোহলি।
পরে ১৫তম ওভার শেষে সেই দুটি ইয়র্কার নিয়ে মজা করেন কোহলি। তখন তিনি নন-স্ট্রাইকারে, আর সাকিব ক্লোজ ইনে ফিল্ডিং করছিলেন। হঠাৎই সাকিবের উদ্দেশে মজার ছলে কোহলি বলেন, ‘কি মালিঙ্গা হয়ে গেলে নাকি! একের পর এক ইয়র্কার দিচ্ছিলে।’ সাকিব প্রথমে বুঝতে পারেননি, বোঝার পরই হাসতে থাকেন।
মাঠে বিরাট কোহলির উপস্থিতি ভারতীয় দলকে সবসময়ই চাঙ্গা রাখে। রিশাভ পন্থের মতো তিনিও কিছু না কিছু বলতে থাকেন। ব্যাটিংয়ের সময় অবশ্য খুব বেশি কথা বলতে পছন্দ করেন না। ফোকাস ঠিক রাখার চেষ্টা করেন। তবে বাংলাদেশের বিপক্ষে মুখ খুলতে বাধ্য হলেন এই ক্রিকেটার।