হাসপাতাল থেকে ফেলে যাওয়া সেই রোগীর দায়িত্ব নিলেন এসপি

ফানাম নিউজ
  ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫:১০

হাসপাতাল থেকে চিকিৎসা না দিয়ে রাস্তায় ফেলে দেওয়া রোগী মোশারফ হোসেনের দায়িত্ব নিয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

অসুস্থ রোগী মোশারফ হোসেন বলেন, হাসপাতাল থেকে আমাকে চিকিৎসা না দিয়ে রাস্তায় ফেলে দেওয়ার পরে পুলিশ আমাকে আবার হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। স্যার (এসপি) আমার চিকিৎসার দায়িত্বও গ্রহণ করেছেন। আমি স্যারের প্রতি কৃতজ্ঞ।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, ৯৯৯-এ কলের মাধ্যমে পুলিশ বিষয়টি জানতে পারে। পরবর্তীতে এসপি স্যারের নির্দেশে ওই রোগীকে আবার ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সুপার (এসপি) ওই রোগীর চিকিৎসার দায়িত্ব নেন।

এ বিষয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ফরিদপুর জেলা পুলিশ সবসময় ভালো ও মানবিক কাজের সঙ্গে যুক্ত রয়েছে। অসহায় মানুষটির বিষয়ে জানতে পেরে তার পাশে দাঁড়ায় জেলা পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে তার চিকিৎসাসহ সব দায়িত্ব নেওয়া হয়।

সূত্র: জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়