ইজিবাইক-গাছে ধাক্কা খেয়ে খালে মোটরসাইকেল, প্রাণ গেল যুবকের

ফানাম নিউজ
  ০১ মার্চ ২০২২, ১২:১১

মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় রাকিব বেপারী (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার ভদ্রখোলা গ্রামের রাজ্জাক বেপারীর ছেলে।

গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মধ্য পেয়ারপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে থাকা আরেক যুবক আহত হয়েছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে রাকিব ও তার চাচা রবিন একটি মোটরসাইকেল নিয়ে সদর উপজেলার ঘটকচর এলাকায় তার এক নিকটাত্মীয়ের বাড়িতে যান। সেখান থেকে ফেরার পথে পেয়ারপুর-ঘটকচর আঞ্চলিক সড়কের মকবুল হোসেন প্রাইমারি স্কুলের কাছে খোকন মাদবরের বাড়ির পাশের একটি মোড় ঘুরতে গিয়ে ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খালে পড়ে যায়। এতে গুরুতর আহত হন রাকিব ও রবিন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা বলেন, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ার আগে ইজিবাইক ও একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতেই মূলত মোটরসাইকেল আরোহী রাকিবের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সূত্র: বিডি প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়