চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকাডুবিতে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত অন্তত ২৫ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরও ২০-২৫ জন।
নিহতরা হলেন-চাঁপাইনবাবগঞ্জ সদরের নারায়ণপুর এলাকার ফিটুর দুই সন্তান আসমাউল (৫) ও আয়েশা (৩) এবং শিবগঞ্জ উপজেলার খাইরুল ইসলামের স্ত্রী নিলুফা বেগম (৫০)।
বাকি একজনের পরিচয় জানা যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে শিবগঞ্জের বোগলাউড়ি ঘাট থেকে উপজেলার পাঁকা ইউনিয়নের দশ রশিয়া যাওয়ার পথে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকাজ শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যালো মেশিনচালিত ওই নৌকায় অন্তত ৬০ জন যাত্রী ছিলেন। মাঝ নদীতে পৌঁছানোর পর উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।