জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো—উপজেলার নওডোবা গ্রামের সুবারুল (৪০) এবং একই গ্রামের রুবেল হোসেন (৩৫)।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার আওলাই ডাহুরিয়া গ্রামে গত ২৭ মার্চ দুপুরে গৃহবধূর স্বামী ও শাশুড়ি বাড়িতে ছিলেন না। এই সুযোগে সুবারুল ও তার কর্মচারী রুবেল বাড়িতে ঢুকে কৌশলে পানীয়র সাথে চেতনানাশক ওষুধ খাওয়ায়। এরপর তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।
ভুক্তভোগীর স্বামী ও পরিবারের লোকজন বাড়ি ফিরে ঘটনাটি জানার পর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে পাঁচবিবি থানায় মামলা করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, মামলার পরই দুই আসামিকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।