মোংলায় সড়ক দুর্ঘটনায় প্রান গেল স্বামী-স্ত্রীর

ফানাম নিউজ
  ০৩ এপ্রিল ২০২২, ১৩:১৬

মোংলা-খুলনা মহাসড়কের বাবুরবাড়ী এলাকার ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

শনিবার রাত পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোংলার দিগরাজ এলাকার জাহাঙ্গীর হোসেন (৫৫) ও তার স্ত্রী রেহেনা বেগম (৪৫)। তারা খুলনা থেকে মোটরসাইকেলে করে মোংলায় ফিরছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক গোলাম সরোয়ার জানান, খুলনা থেকে মোটরসাইকেলে করে জাহাঙ্গীর দম্পতি বাড়ি ফিরছিলেন। পথে বাবুরবাড়ী নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক তাদের চাপা দেয়।
 
এ সময় ঘটনাস্থলে রেহেনা বেগম মারা যান। গুরুতর অবস্থায় জাহাঙ্গীর হোসেনকে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। মরদেহ কাটাখালী হাইওয়ে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়