কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় নিকলী হাওরে বজ্রপাতে একজন নিহত হয়েছেন। এ সময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১১ এপ্রিল) ভোর ৪টার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের কুমারহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার করগাঁও ইউনিয়নের কুমারহাটি গ্রামের আবদুর রহিমের ছেলে আবদুল জলিল (৪৫)।
আহতরা হলেন, একই গ্রামের বাদল মিয়া ও দ্বীন ইসলাম। তারা সবাই হাওরে হাঁসের খামারে ছিলেন।
জানা গেছে, রোববার গভীর রাতে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। আনুমানিক ভোর ৪টার দিকে ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় নিকলীর বোয়াল্লে হাওরে হাঁসের খামারে অবস্থান করছিলেন আবদুল জলিল। বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার সঙ্গে থাকা আরও দুজন গুরুতর আহত হয়। পরে তাদের অবস্থা বেশি খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিকলী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ সালাউদ্দিন জানান, বজ্রপাতে আব্দুল জলিল নামে একজন ঘটনাস্থলেই মারা গেছে। আর দুজনকে উপজেলা কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, আহতদের অবস্থা বেশি খারাপ হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্র: আরটিভি