নাসিরনগরে পানির নিচে ৪০ হেক্টর জমির ধান

ফানাম নিউজ
  ১৯ এপ্রিল ২০২২, ১০:০৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হাওরের ধানের জমিতে ফের পানি ঢুকে পড়েছে। গত দুই দিন ধরে আশেপাশের নদীর পানি বেড়ে যাওয়ায় ধানের জমি তলিয়ে গেছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে নাসিরনগর উপজেলা কৃষি অফিসার আবু সাঈদ তারেক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১৮ এপ্রিল) দুপুর নাগাদ উপজেলার গোয়ালনগর, নাসিরপুর, তিফাতনগর এলাকার ধানি জমি পানিতে তলিয়ে যায়। তবে পানি বাড়লে আরও ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

নাসিরনগর উপজেলা কৃষি অফিসের সূত্রমতে, এখন পর্যন্ত ৪০ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে।

এদিকে স্থানীয় কৃষকদের হিসেবে ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হবে। দ্রুত পানি না নামলে আরও বেশি ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

নাসিরনগর উপজেলা কৃষি অফিসার আবু সাঈদ তারেক বলেন, পানি বাড়ার বিষয়ে পূর্বাভাস থাকায় অন্তত ৮০ ভাগ ধান পাকলেই কৃষকদেরকে ধান কাটতে বলা হয়। এ ঘোষণা অনুযায়ী যারা ধান কেটেছে তাদের সমস্যা হয়নি। তবে সর্বশেষ হিসেব অনুযায়ী নদীর পাড় সংলগ্ন ৪০ হেক্টরের মতো ধানি জমি তলিয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়