বগুড়ায় ঝড়ে একজনের মৃত্যু, ফসলের ব্যাপক ক্ষতি

ফানাম নিউজ
  ২০ এপ্রিল ২০২২, ১৩:৫৬

কালবৈশাখী ঝড়ে বগুড়ায় গাছে ডাল ভেঙে মাথায় পড়ে রেজাউল হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। 

এছাড়াও ঝড়ে বোরো ধান ও আমসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বগুড়া জেলার উপর দিয়ে মৌসুমের প্রথম কাল বৈশাখী ঝড় বয়ে যায়।

নিহত রেজাউল হোসেন নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রামের মৃত এছার উদ্দিনের ছেলে।

ভাটগ্রাম ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য কামরুজ্জামান জানান, ভোর রাতে ঝড়-বৃষ্টি শুরু হলে রেজাউল ও তার স্ত্রী বাড়ির উঠানে গোবর দিয়ে তৈরি করা লাকড়ি ঘরে উঠাচ্ছিলেন। এ সময় সজিনা গাছের একটি মোটা ডাল ঝড়ে উড়ে এসে রেজাউলের মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে ঝড় ও ভারী বৃষ্টিতে জেলার বিভিন্ন স্থানে আধা-পাকা বোরো ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নন্দীগ্রাম উপজেলায়।

এই উপজেলায় কাটা মাড়াই শুরু হওয়া পাকা ধান মাটির সঙ্গে মিশে গেছে। সেই সঙ্গে আম ও লিচুর গুটি ঝরে পড়েছে।

বগুড়া আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসেন জানান, বুধবার ভোর ৪টা ২২ মিনিট থেকে ঝড় এবং বৃষ্টিপাত শুরু হয়। মৌসুমের শুরুতে বৃষ্টিপাত হয় সকাল ৭টা ১২ মিনিট পর্যন্ত। এ সময় ২৩ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু বলেন, বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে কিছু জমিতে বোরো ধান নুয়ে পড়েছে। ধান পরিপক্ব হওয়ায় তার ফলনে তেমন কোনো প্রভাব পড়বে না বলে জানান তিনি।

সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়