ভারতে পাচারকালে কুলাউড়া উপজেলার আমতলী সীমান্ত থেকে ২১ বোতল টিসিবির তেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
গত রাতে এ তেলগুলো উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদার জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে এক অভিযানে নামে বিজিবির একটি বিশেষ দল।
এ সময় ভারতে পাচারের প্রাক্কালে আমতলীর পূর্বভাগ এলাকায় ২১ বোতল টিসিবির তেলের বস্তা রেখে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে সেগুলো উদ্ধার করে জব্দ করা হয়।
তিনি আরও জানান, শুক্রবার কাস্টমস বন্ধ থাকায় শনিবার সকালে তেলগুলো চাতলাপুর কাস্টমসে জমা দেয়া হয়েছে।
সূত্র: দেশ রূপান্তর