বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শুরু বছরের শেষ নাগাদ : রেলমন্ত্রী

ফানাম নিউজ
  ২৩ এপ্রিল ২০২২, ১৫:২৫

বগুড়াসহ এ অঞ্চলের মানুষদের বহুল প্রতীক্ষিত বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের কাজ দ্রুতই শুরু হচ্ছে। 

ইতিমধ্যে প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের সর্বশেষ পর্যায়ের কাজ চলছে।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন শনিবার এই প্রকল্পের বগুড়া ও সিরাজগঞ্জ অংশের অ্যালাইমেন্ট ও প্রস্তাবিত নতুন রেল জংশন পরিদর্শনকালে জানান, এই প্রকল্পের বাস্তবায়ন কাজ চলতি বছরের শেষ নাগাদ শুরু হতে পারে।

প্রকল্পের বগুড়া অংশ পরিদর্শনকালে তিনি বলেন, এটি শুধু বগুড়াবাসীর চাহিদা নয়, বরং গোটা উত্তরাঞ্চলের লোকজনের দাবি। প্রধানমন্ত্রী এই অঞ্চলের মানুষের দাবি এবং চাহিদা বিবেচনা করে প্রকল্পটি ঘোষণা দিয়েছিলেন। এটি এখন বাস্তবায়নের পথে।

ভারত সরকারের লাইন অব ক্রেডিটে বগুড়া-সিরাজগঞ্জ ডুয়েলগজ রেলপথ নির্মাণ প্রকল্প পরিদর্শনে রেলমন্ত্রী শনিবার সকালে ঢাকা থেকে বগুড়া পৌঁছান।
 
তিনি রেললাইনের কারণে বগুড়ার যানজট পরিস্থিতি জানতে শহরের কয়েকটি রেলগেট ও সড়ক পরিদর্শনসহ বগুড়া অংশে সম্ভাব্য আন্ডারপাস ও ওভারপাসের জন্য কয়েকটি পয়েন্টও দেখেন। পরে তিনি বগুড়া রেলস্টেশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি জানান, নকশাসহ প্রয়োজনীয় সবকিছু চূড়ান্ত করার কাজ চলছে। এই প্রকল্পের ব্যয় হবে প্রায় ৬ হাজার কোটি টাকা।

রেলমন্ত্রী জানান, এই প্রকল্প বাস্তবায়ন হলে বগুড়া থেকে রেলপথে ঢাকা যাওয়ার ক্ষেত্রে প্রায় ১২০ কিলোমিটার দূরত্ব কমবে। এতে যাতায়াতের সময় ও ব্যয় অনেক কমবে।

রেলমন্ত্রীর সঙ্গে এ সময় প্রকল্প পরিচালক মো. সুবক্তাগীন, প্রকল্পের ভারতীয় ডেপুটি টিম লিডার কে শ্রীনিবাস রাও, বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী পরে বগুড়া-সিরাজগঞ্জ রেলওয়ে প্রকল্পের টেক অব পয়েন্টে বগুড়ার রানীরহাটে প্রস্তাবিত রেল জংশন পরিদর্শন করেন।

সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়